HSC পরিক্ষার বিষয়ে সুনির্দি সিদ্ধান্ত অাগামী সপ্তাহের সোম-মঙ্গলবার নাগাদ জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি।
করোনাকালীন সময়ে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্টানের ছুটির মেয়াদ অারো বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন তথ্য জানান তিনি, ঐ সময় শিক্ষামন্ত্রী বলেন H.S.C পরীক্ষার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত অাগামী সপ্তাহের সোমবা/মঙ্গলবার জানানো হবে । পরীক্ষার্থীর প্রস্তুতি হিসেবে চার (৪) সপ্তাহ সময় দেওয়া হবে বলে জানিয়েছেন ড.দিপু মনি । HSC পরিক্ষা নেওয়ার জন্য বিষয় এবং নম্বরের ক্ষেত্রে পরীক্ষার্থীর J.S.C এবং S.S.C পরীক্ষার ফলাফল বিবেচনা করে পরীক্ষার নাম্বার মূল্যায়ন করা হবে! রিপোর্ট- [TNT NEWS] by Abdul Basit Rajon News Source - JAMUNA TELIVISION
Comments
Post a Comment