Blodd pressure

রক্তচাপ বা ব্লাড প্রেসার শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া বা ধমনিক প্রবাহ। প্রতিটি হৃত্স্পন্দনের সময় একবার সর্বোচ্চ চাপ (সিস্টোলিক) এবং সর্বনিম্ন চাপ (ডায়াস্টোলিক) হয়, যা সাধারণত ঊর্ধ্ব বাহুর ব্রাকিয়াল ধমনিতে দেখা হয়। রক্তচাপ রক্তসংবহনে ও জালকতন্ত্রে পরিস্রাবণ প্রক্রিয়ায় সাহায্য করে। এই প্রক্রিয়া রক্ত থেকে কোষে পুষ্টি সরবরাহ, মূত্র উৎপাদন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজের সঙ্গে জড়িত।

Comments

Popular posts from this blog

HSC পরিক্ষার বিষয়ে সুনির্দি সিদ্ধান্ত অাগামী সপ্তাহের সোম-মঙ্গলবার নাগাদ জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি।

লাইফ শেয়ার’ এর বৃক্ষরোপণ অভিযান ২০২০