লাইফ শেয়ার’ এর বৃক্ষরোপণ অভিযান ২০২০
এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি। স্লোগানকে সামনে রেখে লাইফ শেয়ারের এর গ্রীণ ওয়ার্ল্ড ডিপার্টমেন্টের আয়োজন “বৃক্ষরোপণ অভিযান-২০২০”। প্রতি বছরের ন্যায় এবারো তারা বিভিন্ন স্কুল, মাদরাসা, বাজার এবং রাস্তার পাশে চারাগাছ রোপণ করছেন। কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯শে আগস্ট দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর মাদরাসার সামনের রাস্তায় ( নরসিংপুর টু নোয়ারাই) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টিশীল সংগঠন “লাইফ শেয়ার” চারা গাছ রোপণ করেছে। এতে সংগঠনের সিনিয়র মেম্বার, জুনিয়র মেম্বার ও কার্যকরী পরিষদ উপস্থিত ছিলেন। ফ্রেব্রুয়ারি ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের এটা তৃতীয় সিজনের বৃক্ষরোপণ। ইতিপূর্বে বৃক্ষরোপণ সিজন ১ ও ২ এর মাধ্যমে গ্রীণ ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট যথেষ্ট সম্মান কুড়িয়েছে।উল্লেখ্যঃ লাইফ শেয়ার-এর ৩টি আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। তন্মধ্যে ‘মেডিসিন পয়েন্ট’ গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান, মেডিকেল ক্যাম্পসহ নানাবিধ কর্মসূচীর সমন্বয়ে কাজ করছে। ‘গ্রীণওয়ার্ল্ড’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, জনসমাগম হওয়া স্থান তথা বাজার ও শিক্...